Metro Rail

মেট্রোরেল ষ্টেশন, নতুন সময়সূচী ও ভাড়া তালিকা ২০২৪

উদ্বোধনের পর থেকে প্রথম কিছুদিন সকাল ৮.৩০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলাচল করেছে মেট্রোরেল। তবে ৩১ মে ২০২৩ হতে সময়সীমাবৃদ্ধি করে দুপুর ১২টা এর পরিবর্তে রাত ৮টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ নতুন সময়সূচি অনুযায়ী ৩১ মে থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল।

২৮ ডিসেম্বর ২০২২ এ মেট্রোরেল ( এমআরটি লাইন-৬) এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মাধ্যমে বাংলাদেশ এর ইতিহাসে যুক্ত হল নতুন এক মাইল ফলক। ঢাকা শহরের চিরচেনা যানজট এড়াতে মেট্রোরেল প্রকল্প নেওয়া হয় ২০১২ সালে। ২০১৭ সালে কাজ শুরু হয়েছিলো মেট্রোরেলের। মেট্রোরেল নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

এক নজরে মেট্রোরেল প্রকল্প

  • কাজ শুরুঃ ২০১৭
  • সবোর্চ গতিঃ ১০০কিমি/ঘন্টা
  • দৈর্ঘ্যঃ উত্তরা থেকে কমলাপুর প্রায় ২২ কিমি
  • ভাড়াঃ সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা
  • সহযোগী প্রতিষ্ঠানঃ জাইকা – জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি
  • প্রকল্পব্যয়ঃ ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা
  • ষ্টেশন সংখ্যাঃ ১৭ টি (উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর)
  • যাত্রী পরিবহন ক্ষমতাঃ ঘন্টায় ৬০ হাজার এবং প্রতিদিন ৫ লক্ষ
  • শীতাতপ নিয়ন্ত্রনঃ প্রতিটি কোচ এসি।
  • সাপ্তাহিক বন্ধঃ শুক্রবার (আগে ছিলো মঙ্গলবার)
  • অর্থায়নঃ বাংলাদেশ সরকার ২৫% ও জাইকা ৭৫%।

মেট্রোরেলের ভাড়ার তালিকা

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। এরপর প্রতি দুই স্টেশন পর ১০ টাকা করে ভাড়া যোগ হবে। উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া হবে ৬০ টাকা।

উত্তরা নর্থ থেকে:

  • উত্তরা সেন্টার ২০ টাকা,
  • উত্তরা সাউথ ২০ টাকা,
  • পল্লবী ৩০ টাকা,
  • মিরপুর-১১ নম্বর ৩০ টাকা,
  • মিরপুর-১০ নম্বর ৪০ টাকা,
  • কাজীপাড়া ৪০ টাকা,
  • শেওড়াপাড়া ৫০ টাকা এবং
  • আগারগাঁও ৬০ টাকা।

উত্তরা সেন্টার থেকে:

  • উত্তরা নর্থ ২০ টাকা,
  • উত্তরা সাউথ ২০ টাকা,
  • পল্লবী ২০ টাকা,
  • মিরপুর-১১ নম্বর ৩০ টাকা,
  • মিরপুর-১০ নম্বর ৩০ টাকা,
  • কাজীপাড়া ৪০ টাকা,
  • শেওড়াপাড়া ৪০ টাকা এবং
  • আগারগাঁও ৫০ টাকা।

উত্তরা সাউথ থেকে:

  • উত্তরা সেন্টার ২০ টাকা,
  • উত্তরা নর্থ ২০ টাকা,
  • পল্লবী ২০ টাকা,
  • মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
  • মিরপুর-১০ নম্বর ৩০ টাকা,
  • কাজীপাড়া ৩০ টাকা,
  • শেওড়াপাড়া ৪০ টাকা এবং
  • আগারগাঁও ৪০ টাকা।

পল্লবী থেকে:

  • উত্তরা সাউথ ২০ টাকা,
  • উত্তরা সেন্টার ২০ টাকা,
  • উত্তরা নর্থ ৩০ টাকা,
  • মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
  • মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
  • কাজীপাড়া ২০ টাকা,
  • শেওড়াপাড়া ৩০ টাকা এবং
  • আগারগাঁও ৩০ টাকা।

মিরপুর-১১ নম্বর থেকে:

  • পল্লবী ২০ টাকা,
  • উত্তরা সাউথ ২০ টাকা,
  • উত্তরা সেন্টার ৩০ টাকা,
  • উত্তরা নর্থ ৩০ টাকা,
  • মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
  • কাজীপাড়া ২০ টাকা,
  • শেওড়াপাড়া ৩০ টাকা এবং
  • আগারগাঁও ৩০ টাকা।

মিরপুর-১০ নম্বর থেকে:

  • মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
  • পল্লবী ২০ টাকা,
  • উত্তরা সাউথ ৩০ টাকা,
  • উত্তরা সেন্টার ৩০ টাকা,
  • উত্তরা নর্থ ৪০ টাকা,
  • কাজীপাড়া ২০ টাকা,
  • শেওড়াপাড়া ২০ টাকা এবং
  • আগারগাঁও ২০ টাকা।

কাজীপাড়া থেকে:

  • মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
  • মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
  • পল্লবী ২০ টাকা,
  • উত্তরা সাউথ ৩০ টাকা,
  • উত্তরা সেন্টার ৪০ টাকা,
  • উত্তরা নর্থ ৪০ টাকা,
  • শেওড়াপাড়া ২০ টাকা এবং
  • আগারগাঁও ২০ টাকা।

শেওড়াপাড়া থেকে:

  • কাজীপাড়া ২০ টাকা,
  • মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
  • মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
  • পল্লবী ৩০ টাকা,
  • উত্তরা সাউথ ৪০ টাকা,
  • উত্তরা সেন্টার ৪০ টাকা,
  • উত্তরা নর্থ ৫০ টাকা এবং
  • আগারগাঁও ২০ টাকা।

আগারগাঁও থেকে:

  • শেওড়াপাড়া ২০ টাকা,
  • কাজীপাড়া ২০ টাকা,
  • মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
  • মিরপুর-১১ নম্বর ৩০ টাকা,
  • পল্লবী ৩০ টাকা,
  • উত্তরা সাউথ ৪০ টাকা,
  • উত্তরা সেন্টার ৫০ টাকা এবং
  • উত্তরা নর্থ ৬০ টাকা।

মেট্রোরেলের টিকিট / কার্ড কিভাবে নেওয়া যাবে

প্রথম দিকে স্থায়ী ও সিঙ্গেল জার্নি এর জন্য কার্ড মেট্রোরেল স্টেশন থেকেই কিনতে হবে। পরবর্তিতে বিভিন্ন ব্যাঙ্ক ও অনলাইনে রিচার্জ / কেনা যাবে। মেট্রোরেলের টিকিট / কার্ড দুইরকম

  • সিঙ্গেল জার্নি কার্ডঃ নির্ধারিত ভাড়া পরিশোধ করে নিতে হবে। ট্রেন থেকে নামার সময় সেটা ফিরিয়ে নেয়া হবে যাত্রীর কাছ থেকে। কার্ড দেয়া ছাড়া ষ্টেশন থেকে বের হতে পারবেন না।

টিকিট / কার্ড সংক্রান্ত আরো কিছু তথ্যঃ

  • শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার সুবিধা থাকছে না। তবে স্থায়ী কার্ড নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবে সবাই।
  • Ticket Office Machine (TOM) হতে বিক্রয়কারীর সহায়তায় Single Journey Ticket এবং MRT Pass ক্রয় করা যাবে।
  • Ticket Vending Machine (TVM) হতে যাত্রীসাধারণ নিজে স্বয়ংক্রিয় পদ্ধতিতেও Single Journey Ticket ক্রয় এবং MRT Pass Top-up করতে পারবেন। Mobile ও Web Applications-এর মাধ্যমেও MRT Pass Top-up করা যাবে।
  • ভ্রমন দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করে Single Journey Ticket ক্রয় করা যাবে।
  • MRT Pass এবং Rapid Pass হতে ভ্রমন দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়া কর্তন করা হবে।
  • যে কোনো সময় যাত্রীসাধারণ MRT Pass ফেরত দিয়ে জমানতের অর্থ ও অব্যবহৃত অর্থ ফেরত নিতে পারবেন।

মেট্রোরেলের পাস হারিয়ে গেলে কি করতে হবে

MRT Pass হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে রেজিস্টার্ড কার্ডের বাহককে জামানত পরিশোধ করে নতুন MRT Pass গ্রহণ করতে হবে। এক্ষেত্রে অব্যবহৃত অর্থ স্বয়ংক্রিয়ভাবে নতুন MRT Pass এ স্থানান্তরিত হবে। MRT Pass হারিয়ে গেলে নিকটস্থ স্টেশনের TOM অপারেটরকে অবহিত করে রেজিস্টার্ড কার্ডের অবৈধ ব্যবহার বন্ধ করা যাবে।

মেট্রোরেলের ষ্টেশন সমুহ

STATIONস্টেশন
Uttara Northউত্তরা উত্তর
Uttara Centerউত্তরা কেন্দ্র
Uttara Southউত্তরা দক্ষিণ
Pallabiপল্লবী
Mirpur-11মিরপুর-১১
Mirpur-10মিরপুর-১০
Kaziparaকাজীপাড়া
Shewraparaশেওড়াপাড়া
Agargaonআগারগাঁও
Bijoy Sarawniবিজয় স্বরণী
Framgateফার্মগেট
Karwan Bazarকারওয়ান বাজার
Shahbagশাহবাগ
Dhaka Universityঢাকা বিশ্ববিদ্যালয়
Bangladesh Secretariatবাংলাদেশ সচিবালয়
Motijheelমতিঝিল

মেট্রোরেলের সময়সূচি

উদ্বোধনের পর থেকে প্রথম কিছুদিন সকাল ৮.৩০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলাচল করেছে মেট্রোরেল। তবে ৩১ মে ২০২৩ হতে সময়সীমাবৃদ্ধি করে দুপুর ১২টা এর পরিবর্তে রাত ৮টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ নতুন সময়সূচি অনুযায়ী ৩১ মে থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল।

  • সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে।
  • ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে।
  • ৩টা থেকে ৬টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে।
  • ৬টা থেকে ৮টা পর্যন্ত ১৫ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে।

  • উদ্বোধনের পর উত্তরা ও আগারগাঁও ষ্টেশনে থামছে।
  • ২৫ জানুয়ারী ২০২৩ থেকে থামছে পল্লবী স্টেশনে।
  • ১৮ ফেব্রুয়ারি ২০২৩ থেকে থামছে উত্তরা সেন্টার বা দুই নম্বর স্টেশনে।
  • ১ মার্চ ২০২৩ থেকে থামছে মিরপুর ১০ নম্বর স্টেশনে।
  • ১৫ মার্চ ২০২৩ থেকে থামছে কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশনে।
  • ৩১ মার্চ ২০২৩ থেকে থামছে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনে।
  • ঈদ-উল-আযহা ২০২৩ এর দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা

  • মেট্রোরেলের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে Communication Based Train Control System (CBTC) Automatic Train Operation (ATO), Automatic Train Protection (ATP), Automatic Train Supervision (ATS) ও Moving Block System (MBS) অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • যাত্রীদের নিরাপত্তার নিমিত্ত Synchronized Platform Screen Door (PSD) and Train Door এবং সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত করা হয়েছে। জরুরী মুহুর্তে বের হতে ইমার্জেন্সি এক্সিট রয়েছে।
  • অগ্নি নির্বাপন ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয় Sprinkler ও Water Hydrant সংযোজনের ব্যবস্থা রাখা হয়েছে।
  • মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্বতন্ত্র বিশেষায়িত MRT Police Force গঠনের কার্যক্রম চলমান আছে। তার আগ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button